লাবিব মাহফুজ
কেনরে হইলি বন্ধু এতোটা পাষান
আর কতো পুরাইবি মোরে, দিবি জ্বালাতন।
হৃদয়েরই সকল আশা চাহে তোমায় প্রাণে
বুকেরই এ ছোট্ট ঘরে, নিশিথ ও স্বপনে।
তোরে এক নজর দেখিতে বন্ধু, উতলা নয়ন।
তোর প্রেমের অনল দিবানিশি, বুকেতে জ্বলে
আর কতদিন ভাসবো বন্ধু, একা অশ্রু জলে।
লইবো বুকে প্রেম কলঙ্ক, তবু করিও আপন।
তোর প্রেমিক বলে কত জ্বালা দিলি এ পরাণে
সকল দুঃখ সইবে লাবিব, শুধু রাখিও চরণে।
তোমার কিঞ্চিৎ কৃপা পাইলে সফল, হত যে মরণ।
রচনাকাল – 10/07/2015