লাবিব মাহফুজ
যে রূপেই আসো মোর প্রিয়া
ঠিকই তোমারে, পরাণ আমার
লইবে গো চিনিয়া!
প্রিয় হয়ে, ব্যাথা হয়ে অভিমানে, অভিসারে
বিরহে, মিলনে, যে রূপেই আসো
পাইবো তোমারে, আমাতে খুঁজিয়া!
জিবন হয়ে ওগো জিবনে আমার
এসেছিলে এতদিন –
আসিবে এবার মরণ হয়ে
করিতে আমায়, প্রেম আলিঙ্গন!
আমি তোমায় চিনিয়া নিবো
সাদরে প্রিয়, হাসিতে হাসিতে
চরণ তোমার, এ বুকে জড়াবো!
ভাসিবো তোমারে নিয়া
জগৎ সমাধি হতে ছুটাইয়া রথ
মহাকাল ব্যাপিয়া!
রচনাকাল – 14/10/2020