আপন ফাউন্ডেশন

১/৩ একটি আধ্যাত্মিক কবিতা – আপন ঘর

Date:

Share post:

আনােয়ার হোসনে আরজু

জেনে লও মুর্শিদের কাছে আপনার খবর
যে খবর ইরাদায় তোমার প্রকাশ নিরন্তর।
মুর্শিদ ধরে তৌহিদ করে আপনি চেতন হও
আর কতকাল থাকবি ভ্রমে, ভ্রমের পর্দা তুলে লও।

গঞ্জে ছিলো গঞ্জজাতে গঞ্জেরি আকার
এমকান হইলে তুমি জানিতে নিজের সমাচার,
সাত পাচ বারো দিয়ে বানাইলে ঘর চমৎকার
গোপন ঘরে বসেরে মন খেলছে খেলা কারিগর।

আপন নফসে মিশে আছে মাওলা পরোয়ার
নফস মাঝে তৌহিদ করলে মিলবে সমাচার,
আপন ঘরে আছে তোমার রুহ নফস দেল
মুর্শিদের পায়রবি করে চিনে লও তার ফেল।

চেনা হলে রুহ নফস দেলের সমাচার
একাল সেকাল অন্ধ তুমি থাকিবেনা আর,
অন্ধের জগত হায়ান যেথা চেনা জানা নাই
আশরাফুল মাখলুকাত তুমি ভেবে দেখ তাই।

দেলেতে তাকিয়ে দেখো নুরুন আলা নুুর
আপন সুরতে মাওলা হয়েছে জহুর।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles