লাবিব মাহফুজ
তোমারে সাজাবো আমার মনের মতো
আমার আঁখির রঙে রাঙিয়ে প্রভু –
তোমারে গড়িব অতি যতনও করে
আমার হৃদয়পদ্মে জ্বেলে তব, মহিমা বিভূ।
মোর অনিত্য আঁখিতে প্রভু, তব শাশ্বত শ্রীরূপ
প্রকাশিবে নিরন্তর মোর জগৎ ব্যাপী –
আমাতে বিরাজিবে তুমি, আমার সত্য হয়ে
আমার অস্তিত্বে, আমার দেহ-মন ছাপি।
আমারে ত্যাজিবো আমি তোমার তরে
নিজেরে বিলীন করে হে রূপও ধারী –
যে তোমারে বসায়েছি, আমার প্রাণের দরজায়
তারেই বাসিব ভালো, সব পরিহারি।
রচনাকাল -02/02/2017