সংগীত – মোর চিত্ত করো নিত্য দয়াময় হে

লাবিব মাহফুজ

মোর চিত্ত কর নিত্য দয়াময় হে
দাও নির্ভয় প্রাণে শক্তি, প্রাণ প্রাণেশ হে।

অন্তরতমস্ত আসো অন্তরে মোর
চাঁদের প্রদীপ জ্বেলে বিদারী আধার –
ঘোর তমসায় যেনো প্রাণ না হারায়
চির উজ্জল মোর চির প্রজ্জোল হে।

প্রভাত কিরণ ধারা পাতায় পাতায়
নাচে যেমন অপরূপ শ্রীরূপ সুধায় –
জবাকুসুমসঙ্কাশ সম, হে মোর প্রিয়তম
আমার এ প্রাণে আসো, হৃদয় হারিণী হে।

রচনাকাল – 05/08/2019

আপন খবর