লাবিব মাহফুজ
আমার অনন্তে আমি
জগতের পথে পথে আনমনে ভ্রমি
চলেছিলাম অন্তহীনে,
দিক ভুলে মোর হিয়া খানি হায়
এসেছিলো তোমাদের প্রেম পসরায়
পড়েছিলো বাধা, পরাণে পরাণে।
আজ আমার মহাকাল
আমারে ব্যাপিয়া ছড়ায়েছে তার
সূদুর সে ইন্দ্রজাল!
আমি চকিতে তরাসে কেঁদে কেঁদে উঠি
ভাবি, যাবো কি করে, অনন্তের পথে হাটি
আমারে যে আমি বিলায়েছি ভবে,
তোমাদের প্রেম শিখা জ্বালায়ে প্রাণে
ফুরায়েছি নিজেরে এই মায়ার কাননে
ভালোবাসার উৎসবে।
যদি ডাকো মোরে
কি করে ফিরিবো, রাখি নাই বাকি
নিজেরে বিলায়েছি চিরতরে।
প্রভূগো, ডাকো যদি আর
তোমা তরে, নাই আশা ফিরিবার
রয়ে যাবো এই মানব মিলন সিন্ধু তীরে,
এথা আছে প্রেম, আছে ভালোবাসা
আছে হাতে হাত, বুকে বুক মেশা
রবো এ তীর্থে আমি, রবো চিরতরে।
যেথা আছে ভালোবাসা, আছে হৃদয়, মন
সেথা আমি খুঁজে পাই নিতি
আল্লাহ, ঈশ্বর, ভগবান।
রচনাকাল – 10/10/2018