লাবিব মাহফুজ
নিধি তব বিভু মোরে
করে দান, অফুরান –
তব প্রেমের দীপ্তালোকে করিব গাহন।
জন্মিব এ জগতে, তোমারী শরণে
মরিব এ জগত হতে, তোমারী চরণে
তোমার প্রেমের বাঁধনে আমি বাঁধিব জিবন।
চলিব অন্তহীন পথের ধারে
তোমারেই খুঁজিতে অনন্ত পাথারে
হৃদয় মাঝারে এসে জুড়াইও পরাণ।
আসিব বার বার দেখিতে তোমায়
ফিরিব বার বার আসিতে ধরায়
তোমার নয়নে মোর আঁকিব স্বপন।
রচনাকাল – 09/08/2018