বাতায়ন – গীতিকবিতা

শাহিন শাহ

তুই চেতিলে আমি চেতন, চল চেতনে ধাই রে
মন আমার হও মুসলমান, আয় মুসলাম হই রে।

আয়রে আমার সাথে সাথে
সত্য দ্বীনের সত্য পথে
ঈমান ফুলের মালা গেঁথে, আয় চরণে দেই রে।

তুই আর আমি একী ঘরে
তবুও রাখিস পরটি করে
থাকিস না মন দূরে দূরে, দু’জনে এক হই রে।

ভালো করে দেখ চেয়ে দেখ
তুই আর আমি হইলে এক
শাহিন বলে ইবলিশ নাম, যায় ঘুচিয়া যায় রে।

সুর: ভৈরবী, তাল: দাদরা।

আপন খবর