পত্রিকা – মরণের আগে মরে

জসিম আল চিশতী নিজামী

মরণের আগে মরে, খোদার যত আশেকান
মৃত্যুঞ্জয়ী হয়ে তারা, হয়রে খাঁটি মুসলমান।

মরার আগে যেজন মরে, হিসাব তার নাই কবরে
সিরাত ও মিজান হাশরে, থাকবে না সে পেরেশান।

হজ্জ যাকাত আর নামাজ রোজা, আশেক বান্দার হয় না ক্বাজা,
নফসের তারা করে সাজা, কলেমায় রেখে ঈমান।
হয়না তাদের মরণ জ¦ালা, তারা আগেই পুড়ে হয়েছে কালা
আশেক ও মাশুকের খেলা, বুঝবে নারে যে অজ্ঞান।

জসিমের মরতে বাসনা, ষড়-রিপুর দোষে হয়না
মুর্শিদ লতিফ দয়া করবে কিনা, হইয়া কিঞ্চিৎ মেহেরবান।

আপন খবর