কবিতা – হৃদয়ের চাওয়া

লাবিব মাহফুজ

প্রণিপাত মম পরম ও পানে
হৃদয়ে জাগো আমার নিত্য প্রভু,
চিরমুক্তি বারতা আনো মোর তরে
জীবনে প্রকাশো মম বিধির বিভূ।

সংস্কারের জঞ্জালাদি, অনিত্য মোহ
দূর করো মোর জীবন হতে,
প্রকৃতির কোলে মোরে বসিতে শিখাও
শাশ্বত স্বরূপ দাও নয়ন পাতে।

দিবানিশি যেনো আমি হেরী তব রূপ
ভূবনের প্রতিটি কণায় কণায়,
চাঁদ সুরুজের মতো যেনো জ্বলে দু’নয়ন
নিখিলের অভ্রান্ত নিত্য মহিমায়।

প্রাণের পথে করো মোরে অভ্রান্ত পথিক
জ্বালো পরাণে আজি তোমার দেশনা,
দূর্বার গতি আনো জীবনের প্রতি পলে
সদায় করি যেন প্রভুর বন্দনা।

হে প্রভু, মোর, হৃদয়ের দিব্য আগুন
প্রজ্জলিত করো সদায় অন্তরে আমার,
যেনো জ্বলি সে হুতাশনে পতঙ্গ সম
তোমার প্রেমে, ভালোবাসায়, হয়ে নির্বিকার।

রচনাকাল – 15/10/2018

আপন খবর