লাবিব মাহফুজ
আমিতো স্রোতে ভেসে যেতে চাই নি!
চেয়েছি নদী তীরে দাড়িয়ে স্রোতের চলে যাওয়া দেখতে।
আমিতো বাতাসে ভেসে বেড়াতে চাইনি!
চেয়েছি দক্ষিণা সমীরকে কিঞ্চিৎ গায়ে মেখে নিতে।
জীবনকে স্বর্গীয় করে তুলতে নয়
চিরকাল নয়, সামান্য এ কয়েকটা দিনের মাঝে –
চেয়েছি মাটির মমতা, মাটির ঘ্রাণকে, সর্বাঙ্গে ধারণ করতে।
চাঁদ কে ছুয়ে দেখতে চাইনি
চেয়েছি জোছনায় ডুবে যেতে।
আকাশের অনন্ত নীল, ধরবো না আমি
শুধু তাকিয়ে দেখবো।
আমি পারিজাত কাননে
কোনো অলীক মোহে বসে থাকতে আসিনি।
ধুতুরা, হিজল, তমালের ছায়াই আমার মাটির স্বর্গ।
আমি এখানে, এখন, এইতো আমার পরিপূর্ণতা –
আমি পূর্ণ, এই আমার মাঝেই।
রচনাকাল – 13/01/2019