আপন ফাউন্ডেশন

কবিতা – নতুন প্রভাত

Date:

Share post:

লাবিব মাহফুজ

ঐ শোনা যায় তূর্য নিনাদ
প্রভাতি রণের হুংকার ধ্বনি,
আসিতেছে নবরূপে মহাকালে ঐ
পাঞ্চজণ্য শঙ্খখানি!

নব কিশলয়ের অর্ঘ্য নিয়ে
ধরাতে আনিতে বসন্ত নতুন,
প্রলয়ের দশদিশি ছাপায়ে এবার
ফুটিতেছে দিকে দিকে জীবন নিশান।

প্রলয় হলেই হয় সৃষ্টি নতুন
তারই মাদল দোলে দিগন্তে ঐ,
জীবন বারতা নিয়ে এসেছে মরণ
অলোকনন্দায় শোনো জীবন মাভৈঃ।

কেনো ভয়, ভয়ার্ত যারা, তাদেরই তরে
এসেছে রুদ্ররূপ মহাকাল আজ,
ডমরুধ্বনির তান্ডবে ‘ভয়’ মরিবে
রহিবে শিব সুন্দর, শুধিবে সমাজ।

গোলামীর জিঞ্জির, নাশিতে অনাচার
যুগের ক্রন্দন শুনি, জাগিছে মরণ,
আজ শুচির নর্মদায়, স্নাত হবে এ ধরা
রহিবে তারাই যারা নর-নারায়ণ।

আহ্বান করি, প্রলয়, ধ্বংস
হানো আরো মরণ, হানো রুদ্রঝড়
সব পুড়ে যাক, তব ত্রিনয়ন জ্বালায়
থাকুক সুন্দর, সত্য সুন্দর।

আজ মৃত্যুর মাঝে এই জীবন মিছিলে
শামিল হইবে তারাই যারা মৃত্যুঞ্জয়,
মরা মরুক, শৃঙ্খল ভেঙে, সত্যের
সুন্দরের, মানুষের, হউক জয়, জয়!

রচনাকাল – 10/08/2018

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles