লাবিব মাহফুজ
হা হে হু বাজায় বাঁশি
শ্যাম কালাচাঁন নদীয়ায় –
তোরা দেখবি যদি আয়।
সে বাঁশিতে সপ্তসুরে
উজান বয় যমুনা তীরে গো
কুন ফায়াকুন পাল উড়ায়ে
নূহের তরী ভেসে যায়।
ও তার পঞ্চরূপের বাঁশিখানি
বাজে দেখো দিনরজনী
শুনলে সে বাঁশরী ধ্বনি
এশকে মজে ফানা হয়।
এশকে মাওলায় প্রভু আমার
বাজায় সে বাঁশি অনিবার
আবদ্ধ লাবিবের অন্তর
না জানি কি হয় উপায়!
রচনাকাল – 09/09/2023