বাণী – শাশ্বত চল্লিশ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. সত্য গোপনকারী তারাই যারা স্রষ্টার সাথে মিলনকে অস্বীকার করে।

2. নিজেকে চিনলে খোদা চেনা হয়, এ চির সত্যের তথা আপনত্বের রহস্য জ্ঞান লাভ না করলে খোদার দীদার সম্ভব নয়।

3. একমাত্র মু্ক্তির পথ হলো, আল্লাহকে চেনা, আল্লাহকে দেখা, আল্লাহতে সমর্পিত হওয়া।

4. যে সালাতে আল্লাহর দীদার হয়না, তা সালাত নামের প্রহসন মাত্র।

5. সময়ের বাস্তব জ্ঞান বা কালবিদ্যা সম্বন্ধে যাদের বিন্দুমাত্রও ধারনা নেই, তারাই সময়ের গন্ডি নিরুপণ করে। তথা, একাল-সেকাল, এখন-তখন দাঁড় করায়। যা মুর্খতা ছাড়া আর কিছুই নয়। চেতন জগতে সময় অখন্ড, শ্বাশত।

6. আরেফ সেই যে অখন্ড কালে, অখন্ড চেতনায়, নিত্য গোলক ধামে অবস্থান করে।

7. রাসুল বাণী বুঝতে হয় রেসালাত জ্ঞানে। নবী বাণী বুঝতে হয় নবুয়ত জ্ঞানে। অলী বাণী বুঝতে হয় বেলায়েত জ্ঞানে। তা না হলে উৎপত্তি হয় মৌলবাদ।

8. লওহে মাহফুজে বসে যারা কোরআন পাঠ করেছেন, তারাই প্রকৃত ক্বারী।

9. শ্বাশত চল্লিশে অবস্থিত পরম জ্ঞান যতক্ষন হাছিল না হবে ততক্ষন কোরআন জ্ঞান অধরাই থেকে যাবে।

10. মানব রহস্য জ্ঞান মানেই কোরআন জ্ঞান।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর