লাবিব মাহফুজ
আর তো নাহি মোর ভয়
ধরিয়াছি তব শ্রীচরণ খানি –
ডুবিবো না আর ভব দরিয়ায়।
নিশ্চিন্তে যাবো ভেসে
তুমি যদি ভাসাও মোরে –
যাবো আমি নিরুদ্দেশে।
তব চরণে ঠাই দিয়ে মোরে
আমারে করে তব দাস –
যা খুশি তা কর তুমি প্রভু, যা তোমার অভিলাষ।
রচনাকাল – 20/08/2018