কবিতা – চরণ ছোঁয়া

লাবিব মাহফুজ

আমার প্রাণের আকুল তিয়াসা
তোমার চরণে হোক আকুলিত প্রাণ,
আপনও মহত্ত্বে সদা পরম আমিত্বে
অন্তঃহৃদে বিরাজ করুক, ঐ রাঙা চরণ।

চরণও বাঞ্ছা অটলও অসীম
সদা দীপ্তিমান হোক হৃদয় পুরে,
করুণার সদালোক অনন্ত কালে
ঝড়ুক অবিরাম এ নাঙা শীরে।

তোমার ছোয়ায় যেন চরণ ছোয়ায়
প্রাণের ক্ষুদ্রতা হইবে বিলীন,
অনন্ত মহান সে অখন্ড কালে
করিয়া লইও মোরে, চিরতরে, তোমার অধীন
প্রভু তোমার অধীন।

রচনাকাল – 16/04/2018

আপন খবর