মোবারক হোসাইন ওয়ায়েছী
সুরে সুরে ডাকি দয়াল
গানে গানে ডাকি দয়াল-
করুণা করো গো আমায়
এ অধমে ডাকে যে তোমায়।
তুমি সর্বশক্তিমান,
গাই তেমার গুণগান
তোমার প্রেমের দাসী হইয়া-
আমি ডাকি গো তোমায়।
তুমি অনাদী অনন্ত,
থাকো সদা জাগ্রত
ডাকি তোমায় হইয়া নত-
করুণা দাও, তব মহিমায়।
তুমি আকার সাকার হইয়া,
মানুষেতে থাকো বইয়া
আমি তোমার শ্রীচরণে ভক্তি করি
অধম মোবারককে পাড় করিও,
অন্তিম বেলায়।