লাবিব মাহফুজ
ক্ষণকালের এ জন হারাইবে যবে
চিরকালের জন উঠিবে জাগি,
আমিতো রয়েছি প্রতীক্ষায় তাহার
তারই প্রণয় পরশ লাগি।
সে আনিবে শাশ্বত বাণী
ক্ষণকালের কন্ঠ ভরে,
সে আসিবে বাজাইয়া মহাকাল বাঁশি
সুতান লইয়া জীবন ভরে।
তাহারই প্রতীক্ষায় দিবাযামী আমি
পথ চেয়ে বসে থাকি,
আমাতে সে জাগিবে পূণর্বার
ক্ষুদ্র আমিরে হানিয়া ফাঁকি।
হে মহাপ্রাণ, হে অনন্তের সুরসাকী
বাজাও তব পাঞ্চজণ্য সুর,
আমার এ ক্ষুদ্র তনু
তব মহৎ সৃষ্টি পথে হউক বিলীন বারে বার।
আমাতে তোমার চিরন্তন ও সুর
নিয়ত উঠুক বাজি,
সে সুর শারাবে, মাতাল এ দীল
সঁপিয়া দিলাম আজি।
রচনাকাল – 09/09/2018