বাণী – মানব মহত্ত্ব

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. কালরূপী স্রষ্টার চির বহমান রূপ এ ধরা, সৃষ্টিসকল। যেখানে খন্ডিত চেতনা বা সংশয়ের কোন স্থান নেই।

2. সকল রূপের অস্তিত্ব এক রূপে। যে রূপ তোমার মুর্শিদ রূপে সমুজ্জল।

3. মুর্শিদরূপ তথা ইনসান কোরআন পাঠকারীগণই মুক্তিপ্রাপ্ত হবে।

4. নির্মাণ করো তোমার আপন ভূবন। নিজের জগৎকে নিজের মতো সাজাও। কিয়ামত তোমাকে স্পর্শ করতে পারবে না।

5. জামাদাত, নাবাদাত, হায়ানাতে জীবসকল খন্ডিত চেতনায় আবদ্ধ থাকে। সেখান থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে মানবাত্মার পূর্ণ জগতে অখন্ডতায় স্থিত হওয়াই মানব ধর্ম।

6. মানুষরূপী নূর কোরান পাঠ হলেই স্রষ্টার রহস্য ভেদ হবে।

7. বস্তু আত্মায় অবস্থিত গুণ সমুহ মানুষের চেতনার অন্ধত্বে স্থবির হয়ে পড়ে। তখন জুলমাত রূপ এ বস্তুজগতই তার কাছে অস্তিত্বশীল সত্য মনে হয়। যা চরম ভ্রান্ত নিরিক্ষণ।

8. কালভ্রম ও বস্তুভ্রমে সর্বদাই মানুষ খন্ডিত জগতে তথা দোযখে অবস্থান করে।

9. মুর্শিদ রূপ নিহারে রবজখ নিরিখেই মানুষ কায়েম হয় চির শান্তির, চির মুক্তির অনন্ত নূরময় নিত্যধামে।

10. জড়জগতে দেহরূপ কবরে আত্মা বন্দি। দেহজাগতিক বা বস্তুজাগতিক এ কবর শৃঙ্খল অতিক্রম করেই উন্নীত হতে হয় ইনসানিয়াতের অনন্ত প্রেমের জগতে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর