সংগীত – ও মাঝিরে

লাবিব মাহফুজ

ও মাঝিরে
আমায় পার করিও অকূলও সাগরে।

ও মাঝিরে
জনম গেলো পথে আমার
না লইলো কেউ কোনো খবর
কান্দি বসে একা নদীর ধারে!
তুমিও যদি হওগো নির্দয়
আমায় না তুলো ঐ রূপ কাঠের নায়
আমি কেমন করে যাবোগো ঐ পাড়ে –
আমি কূল হারাইয়া কলঙ্কিনী, পথে পথে ভিখারিনী
তুমি বিনা নাই গতি সংসারে!

ও মাঝিরে
জীবন বেলা ডুবে গেলো
পারের কড়ি না জমিলো
আর কতদিন থাকবো পথে পড়ে!
যদি কৃপাগুণে না হও সহায়
মানব জনম বিফলে যায়
জানিনা ফের ভিড়িবো কোন তীরে –
দয়াল নামের গুণে আমায়, তরীতে তুলো দয়াময়
ফেলিওনা অকূলও পাথারে।

রচনাকাল – 07/07/2021

আপন খবর