পত্রিকা – দেহ রাজ্যের খবর করো

নূর আলম খান

দেহ রাজ্যের খবর করো পাগল মন
নিত্য গুরু কল্পতরু, মানো সদা তাঁর বচন।

রুহ রাজা আক্কেল উজির, নফস হয় উহার বাহির
আপন প্রবৃত্তির, করিয়া লও চেতন।
মনরাজ্য ভূবন ব্যাপী, আয়ত্ত্বে রেখেছে ত্যাগী
পতন হইয়াছে ভোগীর, না করে তাঁরে স্বরণ।

খাকের ঘরে আরেফেল অজুদ, নাছুতে রয়েছে মজুদ
জিবরাইল রাখিলো সুরত, জানিবে করলে ভজন।
মিকাইল মোয়াক্কেল হইয়া, মলকুতে রইয়াছে বইয়া
মমতেনাল অজুদ পাইয়া, আবের ঘরে রয় যখন।

বাদ অহেদুল অজুদ পাইয়া, ইসরাফিল মোয়াক্কেল হইয়া
লাহুতে রইলো চাহিয়া, জানিবে করলে করণ।
মমকানল অজুদের স্থিতি, আতশ রাখিল মতি
আজরাইল পাইয়া গতি, জবরুতে বাধিল ধাম।

রুহুতে ওয়াজেবল পাইয়া, মুহাম্মদ মোয়াক্কেল হইয়া
হাহুতে রইল লুকাইয়া, ভক্তকে করে আহ্বান।
দীপ্তময় প্রভাগুণে, আত্মচেতন হয় ধ্যানে
শুদ্ধময় প্রেম দর্পনে, না পেল নূর আলম খান।

আপন খবর