লাবিব মাহফুজ
প্রণয়ের মাঠে
বড় অক্ষম খেলোয়াড় আমি!
বড় দূর্বল, বড় চঞ্চল
বড়ই ভঙ্গুর আমার প্রাণ!
সামান্য তেই হেরে যাই আমি
হয়ে যাই শক্তিহীন!
সেদিন খেলা সাঙ্গ হবে –
যেদিন তোমার প্রবল আক্রমনে –
থেমে আসবে সত্ত্বার সব কোলাহল!
নিথর দেহটাকে কাঁধে তুলে
আমিই নিয়ে যাবো কবর দিতে!
হাসিমুখে!
আমার পরাজিত হাসিমুখ
থেকে যাবে জগতে! তাদের তরে
যারা জানেনা প্রণয় কি!
প্রণয় সদা চলে, মরণ অভিসারে!
রচনাকাল – 02/09/2022