লাবিব মাহফুজ
আমার আপন প্রাণের আপন মহিমা
জিবন সিন্ধু মন্থনে প্রাপ্ত মহত্তর সীমা,
বাজিছে মনের কনক দেউলে, ভাসিছে নয়ন তারায়
জিবন স্বপন নিত্য আভায়, আমি বিভূতির শ্যামা।
আমার প্রাণের অশ্রু কল্লোল, সপ্তমীর ঐ সুরে
অব্যয় রূপ আপন স্বরূপ, বাজাইছে চরাচরে।
নিত্য যেথা আপন ভূবন, রূপ মনোহর স্বরূপ কাঞ্চন
অরূপ তোমার প্রেম সিংহাসন, পরম স্থিতি সংসারে।
রচনাকাল – 04/05/2018