লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
হে প্রভু
তব আশীষ ধারায় সিক্ত হোক
আমার দেহমন,
তব পদচিহ্ন পথে আমার
জ্বলুক অনির্বাণ।
2.
প্রভু –
ধরাতে প্রভাত যেমন আনে সজীবতা
তেমনি আমারে নিতি দাও নির্মলতা।
3.
মহাকালের মোর এ মহাযাত্রায়
দেখাও মোরে পথ হে দয়াময়।
4.
হে নূরময়, নূরেতে তব ঘিরিয়া রাখ, মোর চারিধার
তব জ্যোতিধারা, দাও মম প্রাণে, দাও নিত্য পরশ নিরন্তর।
হে রাসুল, তর রূপসুধা, জ্বালো মোর আঁখিনীড়ে
চিরকাল ধরে বাধিয়া রাখিও, আমারে তোমার করে।
হে দয়াময়, করুণাধার –
তব কৃপাবারি মোরে, দাও অনিবার।
5.
ত্রিভঙ্গে সম্মুখে মম দাড়াও এসে শ্যাম
তব রাঙা শ্রীচরণে প্রভু, জানাবো প্রণাম।
আমি আকুলীনি রাধা সম, পূজিবো তোমায়
মুরলীর সুরে সুরে, হৃদয় ও সভায়।
আমি তব তরে সাজাইবো, আমার হৃদি ধাম
আসো মোর আঁখিনীড়ে আসো গো শ্যাম।
6.
তোমাতে আমাতে যে মিলনধারা
সে মিলন লাগি মোদের সকল সৃষ্টি করা।
সৃষ্টির প্রতি পলে পলে –
শুধু সে মিলন লাগি, বহে অনন্ত প্রেমের ফোয়ারা।
7.
তোমার চরণের নূপুর বাজিলো আজি
হৃদয় তটিনী তীড়ে গো,
এসো হে প্রিয়, এসো মোর বেনুবনে
এসো মোর আঁখিনীড়ে গো
8.
ধরাতে তুমি অনন্ত জ্যোতি
সর্বস্থানে হেরী তব বিভূতি
সকল লীলায় তোমার প্রকটিত শিখা,
যেদিকে যায় মোর এ দুটি আঁখি
সেদিকেই আমি শুধু তোমারেই দেখি
সকল রূপেই তব মহিমা লেখা।
9.
তোমারি মাঝে রহিয়াছি আমি
আমাতে মিশিয়া তুমি,
তুমি আমি মিলে গড়িতেছে মোদের
বিচিত্র স্বপন ভূমি।
10.
ধরার সকল খানে, সব সীমানায়
যেদিকেই চাহি, দেখি মহিমা তোমার
হে দয়াময়।
ধরাতে অনন্তরূপে বিকশিত তুমি
জগতে সকলব্যাপী, তুমি জগৎ স্বামী
তব অনন্ত আলোয়, জ্বালো আমার হৃদয়-
হে দয়াময়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী