কবিতা – অবাক অপেক্ষা

লাবিব মাহফুজ

কি অদ্ভূত জীবন আমার!
আধেক তার সত্য, আধেক কল্পনায় –
এক মহাকাল প্রেমে আধেক
বাকী আধেক! শুধু হাতটি ধরায়!

লুকায়ে রাখা তীব্র দূঃখের গান –
আধেক তাহার জমাট বাঁধে, মস্ত অভিমান!
বাকী আধেক উপচে পরে কূলে
লাজুকলতা দীর্ঘশ্বাসে দোলে –
লুকানো আর যায় কি তাহার -সজল নিমন্ত্রণ!

সুতনু তার সুনীল আকাশ, সলীলে ভাসা প্রাণ
জানবে কি কেউ বুকে কত, জমাট রক্তবান!
থাকুক তবু মেঘের ভেলায়, নিত্য দূঃখ সুখ
হাসিটুকুই জেনে রাখুক, প্রাণের ক্ষতটুক!

এক জীবনে কাটতেও পারে, ভালোবাসার নেশা,
শত জনম থাকবে বেঁচে, শুধু হাতটি ধরার তৃষা!
আজব! আমি এমনি বাসনায় –
ছয়শে কোটি বছর রবো – অবাক অপেক্ষায়…!

আধেক জীবন কাটবে আমার
এক মহাকাল প্রেমে!
বাকী আধেক কাটুক প্রিয়
বুকে হাত জড়ায়ে ঘুমে!

রচনাকাল – 08/01/2020

আপন খবর