সংগীত – বলি নিমাই একটু দাড়া

লাবিব মাহফুজ

বলি নিমাই একটু দাড়া
মায়েরে কি এমনি কাঁদায়,
মায়ার বাধন ছিন্ন করে নিমাই
কোন খানে লুকায়!

ছিল কত সুখের সংসার
বিষ্ণুপ্রিয়া লক্ষী আমার
আনন্দেতে কাটিতো সময়!
আমার বিশ্বরূপও গেলো ছেড়ে
মায়ের বক্ষ খালি করে
তুই ও গেলে কারে নিয়ে
বাঁচিবো ধরায়!

একটু দাড়া নিমাই ওরে
মা জননী ডাকে তোরে
হইসনারে তুই এতোটা নির্দয়!
সংসার আমার কাল হইলো
কানতে কানতে জনম গেলো
আর কতো সইবো বিরহ
বলো আজ আমায়!

আমি শচিমাতা অভাগীনি
পুত্রশোকে দিনরজনী
জ্বলিতেছি পুড়া অন্তরায়!
আয় ফিরে আমার গৌরাঙ্গ
বক্ষে লয়ে ঐ সোনার অঙ্গ
লাবিব বলে শান্তি হইতো
মায়েরও হৃদয়!

রচনাকাল – 02/04/2021

আপন খবর