লাবিব মাহফুজ
এইতো! আমার এমনি আজব চাওয়া
ছয়শো কোটি বছর ধরে- শুধু কেঁদে যাওয়া!
এক ফোঁটা মোর বিগলিত প্রাণ, তপ্ত অশ্রু ধারা –
ভাসাইতে পারে সাত আসমান, সপ্ত নরক, অগ্নিক্ষরা!
আমি ভুলাইতে তাঁর বন্ধন-বিধান
মুছাইতে তাঁর সজল ও নয়ন –
এমনি করে কাঁদি অনুক্ষণ
ছয়শো কোটি বছর!
তবু ভাসেনি আজো পাষান হৃদয়
হেরী অশ্রুনয়ন, মমতায়-করুণায়
রুদ্ধচিত্তে- মোর ক্রন্দনও হায়
ফিরে আসে বারবার!
জ্বালি যাতনাবাতি, বিরহ-অমনিবাসে
কাঁদি নিরবধী, করুণা সকাশে –
এমনি আমার হৃদয়- সালতি বাসে
ভেসে যায় – পাষাণ প্রাণে!
আমি জেগে রবো নিশিভোর
হিয়ায় হিয়ার বাঁধি অভিমানি ডোর
রহিবো ছয়শো কোটি বছর
অশ্রুজলে! ক্রন্দনও ধ্যানে!
রচনাকাল – 15/01/2020