লাবিব মাহফুজ
আমি প্রাণের সকল ব্যাথা ভূলে
এসেছি মা তোমার কোলে
তোমার চরণ ছায়ার পরশ মায়ায়
বেঁধে রাখো ঐ আঁচলে।
আমার জিবন স্বপন মূর্ত যখন
মা তোর চলার পথের ধুলায়
ধ্যান নয়ন খুলি যখন
দেখি তোরে প্রাণের চূড়ায়।
মা তোমার ঐ চরণ মায়ায়
অবোধ ছেলে নাওনা তুলে।
মা তোর সকল প্রাণের বেদন
রাখলি যখন বাঁধন করে
ব্যাথা ভোলার ব্যাথাতে প্রাণ
সকল তৃষা ফেললি দূরে।
বয় মা আমার প্রাণের পরে
পথের দিশা ভবকূলে।
রচনাকাল – 08/08/2018