কবিতা – মৃত্যু

লাবিব মাহফুজ

যখন আমি এ পৃথীবি ছেড়ে চলে যাবো
জিবনের মতো!
শেষ দেখা হয়তো তাকে দেখে যেতে পারবো না।
কেউ কি তার কানে কানে বলবে,
আমি আর নেই!

যদি হয় কখনো এমন
কেউ আমায় বলবে, সে জানবে নিশ্চয়
তার একটু আহা শব্দের আশায়
যমদূতকে জানাবো নিমন্ত্রণ!
তার করুনা বিন্দুর আশায়
শান্তিতে রবো পরপারেই।

যদি এমন হয়
আমার মৃত্যুর খবর শুনে
দু ফোটা অশ্রু জমা হয় তার নয়ন কোনে!
দোযখে করি না তো ভয়!
বিধাতার কাছে চাই অন্তিমে যেনো
তার দেখা পাই।

রচনাকাল – 06/10/2012

আপন খবর