লাবিব মাহফুজ
নাই যদি গো মিলিবে আমার
মনের মতন মন,
তারি তরে গো এমন ও আকুল
করিলে কেনো প্রাণ?
কেনো বাঁধিলে হিয়ায়
চির অভিমানী ডোর –
কেনো জাগালে আমায়
ব্যাথা নিশি ভোর!
কেনো সুখ ছলনায় –
কাহার মায়ায় করিলে শুধু – দীল উচাটন!
যদি না দিবে তাঁহার পরশ প্রাণে
কেনো দেখালে, স্বপন এমন!
রচনাকাল – 03/02/2020