সংগীত – প্রতিদিন আমার পরাণ কাঁদেগো

লাবিব মাহফুজ

প্রতিদিন আমার পরাণ কাঁদেগো
প্রতি নিশিথের শেষে,
হাহাকার করে উঠে মোর বুকগো
শূণ্যতারই ত্রাসে।

বুকের গভীরে মোর জাগ্রত যে নিধি
যে মহাপ্রাণ মোর সদায় বিরাজে,
তারই তরে মোর সকল সাধনা
তারেই ফুটায়ে তুলি সকল কাজে।
সে অনন্ত প্রেমও ধারী, হৃদয়ে আমার
নাচি প্রেমানন্দে তার চরণ পরশে।

কভূ যদি সে প্রিয় লুকায়ে কখনো
রহিবেনা প্রাণ মোর শূণ্য খাঁচায়,
আমার প্রতিদিনের গাওয়া গান হারাইবে সুর
নিষ্প্রাণ দেহ রবে পড়িয়া ধরায়।
আমি কেঁদে যাই প্রতিক্ষণ তাহারই তরে
সে নিঠুর যেন মোরে কখনো না পশে।

রচনাকাল – 04/08/2019

আপন খবর