লাবিব মাহফুজ
কত কি কইতে মন চায় –
কিছুই কওয়া হয় না!
কত আকুলতা, কত স্বপ্ন
কত অনুভূতি, কত ইচ্ছা!
নিজেরই অজান্তে – বিলীন হয়ে যায়
মহাকালে! অগোচরে –
কওয়া হয় না!
কতটা যাতনা সয়ে
তিয়াস-তাড়িত হৃদয় খানিরে বেঁধে রাখি
সময়ের নিঠুর বাস্তবতায়
কওয়া হয় না!
কতটা অবদমনের সূদীর্ঘ ইতিহাস
থেকে যায় হৃদয়-গ্রন্থে! অজানা অধ্যায় হয়ে!
কাউরে কওয়া হয় না!
কতবার জমাট-রক্তরঙে
দুমড়ে-মুচরে যাওয়া হৃদয়ের পরতে
আঁকি এক চিলতে হাঁসি!
কেউ জানে না! কাউরে কওয়া হয় না!
কওয়া হয় না কতকিছু! কাউরে জানানো হয় না –
কত দীর্ঘশ্বাসের মহাকাব্য!
তবুও – জেগে থাকুক অপেক্ষাগুলো!
চিরকাল বেঁচে থাকুক – প্রিয় মানুষের চরণে –
ঝরা বকুলের মালা হয়ে জড়িয়ে থাকার তৃষ্ণা আমার!
রচনাকাল – 09/02/2020