সংগীত – নিঠুর কোকিল রে

লাবিব মাহফুজ

নিঠুর কোকিল রে, আর কত তোর সইবো জ্বালাতন!
অসময়ে ডাকিস কোকিল, ঘরেতে আর রয়না মন!

ও কোকিল রে
যেদিন কালো অঙ্গের রূপের শোভা, নয়নে পশিলো
আমার মান কূলমান, জীবন যৌবন, সকলি ডুবিলো!
হইলাম কলঙ্কিনী জগতে আমি, বিবাদী ছয়জন!

ও কোকিল রে
ও তুই ডাকিস না আর এমন সুরে, বাঁচিনা পরানে
মনে চায় মোর যাই ছুটিয়া, ঐ গৌরাঙ্গ মিলনে!
নিঠুর শাশুড়ি ননদী আমার, বাঁধিলো চরণ!

ও কোকিল রে
মন হারায়ে বৃন্দাবনে, আমি শায়ক-বেধা পাখি
প্রাণবন্ধুর অদর্শনে আমার, সদা ঝড়ে আঁখি!
হইলো লাবিব ধরায় প্রেম কলঙ্কী, না পাইয়া বন্ধুর মন!

রচনাকাল – 19/10/2021

আপন খবর