প্রবন্ধ – পথ পরিচয়

লেখক – লাবিব মাহফুজ চিশতী

সমগ্র জগৎ- বিশ্ব সংসার তো একটা পথ।
এখানে যারা আছে তারা সবাই পথিক। এ পথ মাঝে চলছে তাদের নিরুদ্দেশ যাত্রা। যাত্রাটা অবশ্য সকলের জন্য নিরুদ্দেশ যাত্রা নয়। কিছু কিছু প্রকৃত জ্ঞানী বুঝে যান যে, সংসারটা আসলে পথ। তাই তারা পথকে সাজানো বাদ দিয়ে পথ চলতে শুরু করেন।

একটা গল্প শুনেছিলাম- এক পথিক একদিন এক সাধকের বাড়িতে আসলেন। সাধকের ঘরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন, ঘরে আসবাবপত্র বলতে আছে শুধু একটি মাদুর ও একটি পানির পাত্র। আর কিছু নাই ঘরে। পথিক সাধককে জিজ্ঞাসা করলেন, আপনার আসবাবপত্র কোথায়? সাধক পথিক কে পাল্টা প্রশ্ন করলেন, আপনার আসবাবপত্র কোথায়? পথিক বললো, আমি তো মুসাফির। আমার সাথে আসবাবপত্র থাকবে কেনো? সাধক মুচকি হেসে বললেন, আমিও তো তাই!

আসলে আমরা সবাই মুসাফির। চলেছি মরুভূমির দিগন্তহীন বালুকারাশি পায়ে দলে, প্রতিনিয়ত মৃত্যু-জরা-ব্যধি-ভয়-হতাশাসহ নানা প্রতিকূলতাকে সঙ্গী করে সাইমুম ঝড়ের ভয়াল রাতে। সামনে গন্তব্য বহুদূর। পথ দীর্ঘ। পথের শামান শুধু প্রাণের অদম্য তৃষ্ণা আর হৃদয়ে জ্বলতে থাকা সত্যের আলো যা জ্বালিয়ে রাখে পথিকের প্রাণ মরুঝড়ের দুরন্ত রাতে। সে হৃদয়ের আলোতে পথিক খুঁজে পায় তার পথ। শুরু করে তার যাত্রা নব উদ্যমে। পথের প্রতি পথে পথে…

তার হৃদয়, মন, প্রাণ মুখিয়ে থাকে কিসের যেনো কামনায়… কি ধন যেনো তাকে পেতে হবে।

এ পথ পরমার্থ চেতনার পথ। জাগতিক মোহমুক্ত তথা কামনা বাসনা বিবর্জিত পথিক এ চিরন্তন পথ চলতে চলতে একসময় পৌঁছে যান তাঁর গন্তব্যে। প্রাপ্ত হন আপনার পরিচয় জ্ঞান তথা আপন খবর। লাভ করেন আপন আলয় তথা চিরপ্রশান্তির মানবীয় জান্নাত। থেমে থাকে না পথিকের প্রাণ ! সে আবার ফিরে আসে ধারণ করে যুগপৎ টিকে থাকে ব্রহ্মান্ড। তাঁদের চরণ আলোতেই উন্মোচিত হয় পথের দুরূহ রহস্যের মায়াজাল।

এই পথিককে নিয়েই আমাদের পূজাঞ্জলি। মাটির দেউলে রূপের দেয়ালী সাজিয়ে সে পথিকের চরণে অর্ঘ্য দেয়ার আশায় তাঁরই পথ চেয়ে দাঁড়িয়ে আছি। সে এলো বলে!

জগতের নিত্য কল্যাণ, পরম শুভ কে জাগাতে আসেন সে। সে যুগে যুগে আসে। আপন খবর এর মশাল হাতে নিয়ে ডেকে ফিরে তাদের, যারা হারিয়েছে আপন খবর। ভালোবাসার বেসাতি নিয়ে আসেন তাঁরা। তৃষিতদের হৃদয়-প্রাণে প্রেমের জোয়ার বইয়ে দিয়ে উন্মোচিত করেন আপন পরিচয়ের দ্বার। সবাইকে দিয়ে বেড়ান ঐশী অমরত্বের পরশ পাথরের ছোঁয়া। সকলের ভিতরে বাহিরে জাগিয়ে তোলেন মহাপ্রেমভাব। ধরার ধূলায় প্রতিষ্ঠিত করেন শাশ্বত স্বর্গ। তাঁর তরেই আমাদের সকল পূজাঞ্জলি। তাঁর কৃপাই আমাদের পরম অভীষ্ট। যুগ যুগ চলুক সে পরম পথের পথিকদের কল্যাণযাত্রা। ঐশী প্রেমের পথে…

রচনাকাল – 09/11/2017
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর