লেখক – লাবিব মাহফুজ চিশতী
জীবনের অতল ঘূর্ণাবর্তে নিকষ অন্ধকার যখন হাতছানি দেয় মোহময় নফসানিয়াতের নাগপাশে, নিভে যেতে চায় চেতনার প্রদীপ, তখনই অনন্ত দীপ্তির উৎস হয়ে, সূদীর্ঘ অধর্ম-জঞ্জালে সত্যসূর্য হয়ে উঁকি দেয় ইয়াওমে গাদীর। মহিমাময় ওয়ালাতের মাহফিলে প্রেম, প্রজ্ঞা ও ঐশীমহত্ত্বের মূতিমান প্রতিভূ মাওলা মুহাম্মদ (সা.) কর্তৃক ঘোষিত হয় আধ্যাত্মিক উত্তরাধিকার, রূহানিয়াতের পরম্পরা। বাবে ইলম, দামাদে মুস্তাফা, নূরে খোদা মাওলা আলী (আ.) নিযুক্ত হন উম্মতের রাহবার, রূহানিয়াতের মুর্শিদ ও জগতের কান্ডারী রূপে। মহান রবের তরফ হতে ঘোষিত হয় দ্বীনের পরিপূর্ণতা।
ইদে গাদীর কেবল ঐতিহাসিক সত্য নয়, গাদীর নূরূন আলা নূরের প্রবেশদ্বার, যেখানে সত্যান্বেষী লাভ করে তার ঈপ্সিত রূহানী জ্যোতির অনন্তধারা। চির প্রবাহিত বেলায়েত/ইমামত সালেককে নিয়ে যায় মাকামে মাহমুদায়, আলীমুন সেফাত তথা জ্ঞানগুণের পূর্ণ জাগরণেই উন্মোচিত হয় সেই অসীম শান্তিরাজ্যের দ্বার, ফাতিহাতুল কিতাব।
ইদে গাদীর ধর্মরাজ্যে সত্যনিশান উড্ডয়নের পাশাপাশি আমাদের অন্তররাজ্যেও জারি করূক মহিমাময় “মাওলাইয়াত”। রসুলে পাক (সা.) এর মুখনিসৃত “মাওলা” যথার্থই হয়ে উঠুক আমাদের অস্তিত্বের একমাত্র কান্ডারী, পথ প্রদর্শক।
ইদে গাদীর উদযাপন আমাদের অন্তরভূমিকে সিক্ত করুক মাওলাইতের নূরানী ঝর্ণাধারায়, ইরফানি মহত্ত্বে।
এই স্বরণিকার মাধ্যমে আমরা আমাদের ভক্তি-সাজদা জ্ঞাপন করি মহান মাওলার রূহানী চরণ মুবারকে। আসুন, আমরা সকলেই মাওলার রূহানী দীপ্তির উত্তরাধিকারী হয়ে উঠি, মাওলার প্রজ্ঞা, প্রেম ও আদর্শকে হৃদয়ে ধারণ করি। অভিন্ন কন্ঠে ধ্বনি তুলি –
“ইয়াওমে গাদীর মুবারক”
লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – ইদে গাদীরে খুম উদযাপন স্মরণিকা ২০২৫
সম্পাদক – আপন খবর পত্রিকা
পরিচালক – আপন ফাউন্ডেশন