লাবিব মাহফুজ
আর আমারে ভুলাইও না
আপন বলে, আঁচল তলে –
আর আমারে বাঁধিও না
গৃহকোণে, মায়ার ছলে!
এবার পর করে দে মাগো আমায়
বেড়াই পথে নাঙা শিরে
পথের ধারে, ফিরবো ঘুরে
দূর সুদুরে, তল অতলে !
আমায় মুক্ত করে দে মা এবার
ডুববো ধরার রূপ সলিলে !
যতদিন তুই রাখবি ধরে
সযতনে, প্রাণটি আমার –
ততটি দিন জগৎ মাতা
রাখবে দূরে আশীষ তাহার।
ছাড়লে মোরে, ধরার ক্রোড়ে,
দেখবি তখন তোরই ছেলে
মুক্ত ছন্দে, প্রাণ আনন্দে,
জগৎ মাতায় সুরে তালে !
আমায় বাধিস না মা বাঁধন বানে
ধরিস না আর মায়ার টানে,
প্রাণটি তোর বাঁধ পাষানে, জগৎ জয়ী দেখতে মোরে!
কোল ছেড়ে তোর- পথের দুকূল
আমায় মাগো করে আকূল,
আমায় ঠাঁই দেবে মা ধরার ব্যাকুল
পথিক সকল প্রাণে ধরে!
আনন্দেতে ছেলে রে তোর, সঁপে দে মা পথিক দলে !
রচনাকাল – 08/08/2020