আপন ফাউন্ডেশন

সংগীত – আসবেনা তবু পথ পানে প্রাণ

Date:

Share post:

লাবিব মাহফুজ

আসবেনা, তবু পথ পানে প্রাণ
নিদারুণ, চেয়ে থাকি, প্রিয় সকরুণ –
জ্বেলে আঁখিদ্বীপ, পথ পানে প্রাণ।

জানি বাসবেনা ভালো, শুধু ছলনায়
ভালোবাসি বলে মোরে, কাঁদাবে গো হায়,
তবু অনুরাগ, জেগে থাকে প্রিয়
তোমার চলার পথে অমলিন।

তৃষিত নয়ন মোর ও নয়ন পানে
সন্ধ্যাতারার মতো জ্বলে নিশিদিনে –
জানি ফিরবেনা, তবু মায়া ভরে
প্রিয় বলে ডেকে ফিরি, নিষাদের সুরে!
কত অভিমান লুকিয়ে গো প্রিয়
ভালোবেসে যাই, সারাটি ক্ষণ!

রচনাকাল – 04/04/2021

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles