কবিতা – পরাধীন দেহে স্বাধীন সত্ত্বা

লাবিব মাহফুজ

বড়ো ব্যাথিত আমি
মম অধঃস্পষ্ট কোনো এক সত্ত্বা
যার অবস্থান আমার মাঝেই
যার লিপ্সা একমাত্র আমার অশ্রুতে।

বড়ো শঙ্কিত আমি
সে এমনি এক সত্ত্বা
চক্ষুহীন দৃষ্টি ঘুরে চলে সংশয়ের চারপাশে
তবু সে প্রশান্ত, ছোট্ট একটু আশাতে।

বড়ে চিন্তিত আমি
দুরাশা বিমুখ এমনি উপস্থিত সত্ত্বা
ভয়ংকর অভিমানী, সর্বদা সে আমার বিপরীত
উল্লাসে উন্মাদ, প্রচন্ড সুখি একটু ব্যাথাতে।

বড়ো বিক্ষিপ্ত আমি
সদা অপ্রস্তুত, ভবঘুরে সে সত্ত্বা
অনিয়ম, উশৃঙ্খল, দুরন্ত, অশান্ত – প্রবল পরাক্রান্ত
তবু আকাঙ্খী, সামান্য একটু প্রণয় কথাতে।

বড়ো বিচিত্র আমি
করজোড়ে দাড়িয়ে নতশির সম্মুখে সত্ত্বা
আমি পরাধীন, এই মম যথার্থ সুখ, মম ধ্যান
আমার পরম শান্তি, চরম পাওয়া, যার একটু ইশারাতে।

রচনাকাল – 21/07/2014

আপন খবর