কবিতা – হৃদয়ের বন্ধন

লাবিব মাহফুজ

বিরহের আলিঙ্গনে
পেয়েছি তোমারে, হৃদয়ের গভীরে, নিভৃত নির্জনে।
প্রেমময় সুরবনে, ছিলাম দুজনা, ডানা মেলা মুক্ত পাখির মতো
ছিল কত সুর, হৃদয় তট তীরে, ছন্দোবদ্ধ কত সে সংগীত!
মধুর কল্পলোকে, আবেশে, স্বপ্নাবিষ্ট প্রেম মোরে করেছিল উন্মাদ।

পেয়েছিলাম তোমায়, চিনেছিলাম তোমায়
ছিলে অচেনা, দূরে ছিলে তাই –
আজিকে তোমারে খুঁজিবোনা আর, চাহিবো না বাসর ঠাঁই।
থাকো দূরে, বহুদূরে, লয়ে তব নাম ধাম
নাইবা আসিলে, না বসিলে পাশে, নয়নে নাই বা দেখিলাম।
যে দেখা ছিল মোর বাসনার ধন, চরম পরম পাওয়া
হৃদয় আজ বিরহ আলিঙ্গনে
অবাঞ্ছিত সে সুখ, দৃষ্টিপথে নির্লিপ্ত তব ছায়া কায়া।

কেমনে খুঁজিবো, চাহিবো বলো, কেমনে পাইবো তোমায়
বিরহানলে তব অনির্বাণ শিখা সদা জ্বলিছে অন্তরায়।
যে হোম কুন্ড হতে উত্থিত সদা কুন্ডলীনি হোম শিখা
জাগাইছে সদা অন্তরাত্মার গভীরে, স্বতস্ফুর্ত প্রণয় রেখা।
কোন তুমি নির্বাসিত?
জাগ্রত সদা তুমি মোর হৃদয় তন্ত্রীতে, সমস্ত অনুভবে
কেমনে রহিবে দূরে, সর্ব অস্তিত্বে, পাষাণ প্রাণে
বাধা তুমি প্রেম বৈভবে।

রচনাকাল – 06/01/2016

আপন খবর