লাবিব মাহফুজ
যদি ধনুক থেকে বেড়িয়ে যাওয়া তীরের মতো
আমি বেড়িয়ে যাই তোমাদের সকল ধর্ম থেকে
পাপ হবে কি?
যা আমার নয়, ধর্ম-অধর্ম, সকল ত্যাজ্য করে
যদি ঈশ্বর ভগবান আল্লাহ জিয়াস কিংবা
এল এলোহিম ফারাতাবার অদৃশ্য বন্ধন চ্ছিন্ন করে
স্থিত হই আমার ধর্মে! মানুষে! আমাতে!
পাপ হবে কি??
যদি পাপ হয়, তবে সে আদি পাপের প্রথম পাপী
তোমার আল্লাহ, ঈশ্বর, ভগবান –
খোদ খোদায়ী সকল ছেড়ে যিনি
এই মানুষে সঁপেছিলেন প্রাণ।
তোমরা তো ধার্মিক, করো পূজা ইবাদত
আল্লাহ ঈশ্বরের –
জেনো স্বয়ং প্রভু ধর্মচ্যূত, সে চির মুখাপেক্ষী
তোমার আমার, মানুষের।
আমি কি চেয়েছিলাম ঈশ্বরে?
নাকি নিযুত প্রতিক্ষায় তিলে তিলে সেই
গড়িয়া তুলিছে আমারে!
আমার তনু মন প্রাণ, ব্যাপিয়া যে জন
যতনে সাজায়, তার আসন
আমার পানে চির ধাবমান, আমার বাসরে
সে তো পাপী, মগ্ন আমাতে, তাহার খোদায়ী ছেড়ে!
যদি আমি চির অবাধ্য বর্বর সম
অস্বীকার করি তোমাদের সকল ধর্ম
আমায় পরিত্যাগ করবে কি?
জেনো রেখো, আমিও তোমাদের খোদার মতোই অধার্মিক!
যদি চিৎকার করে বলি, ইবাদত আর পূজা –
করো শুধু মানুষের, ঠিক তোমাদের খোদার মতো!
পাপ হবে কি?
সেই আদিম পাপের পাপী হই আমি
মানুষের পূজা করে,
নাস্তিক, কাফের, ধর্মদ্বেষী আর
যা খুশি বলো মোরে!
রচনাকাল – 12/02/018