পত্রিকা – বিষ আর মধূ এক পেয়ালায়

উজ্জল শাহ্

বিষ আর মধূ এক পেয়ালায়
বাইছা যে খাওয়াইতে পারে,
তালাশ করে তারে রে মন
তালাশ করো তারে।

যে জনা হয় প্রেম মহাজন, মহারস করে আলিঙ্গন
সাধক যেজন পায় সুটল ধন, ডুইবা প্রেম সাগরে।
সেদিন মহারসের রসিক হইয়া, ভাসে স্বরুপ ধরে
সাধনায় কৃষ্ণ পাওয়া যায়, যুগল চরণ প্রেমের ঘরে।

গুরু সত্ত্বার অপার লীলা, চার রুপে তার চার পিয়ালা
তিন পেয়ালার উর্ধ্বে যেজন, মহাজন কয় তাঁরে।
সেদিন একই ভান্ডে বইসা দুজন, অভিন্ন রুপ ধরে
উজ্জলের সাধনায় বল নাই, মা বাঁচাতন নামটি ধরে।

আপন খবর