লাবিব মাহফুজ
অনন্ত কালও প্রিয় ফুরায়ে যাবে
আসিবে অলোকানন্দা, মরুতে আসিবে!
পারিজাত মন্দার সারি বেঁধে দাঁড়ায়ে
অকুল নিখিলে আসে, হৃদয়ে হারায়ে!
গোবি সাহারাতে’ও আসিবে সলিল
ব্যাথার মহাকাল, ফুরাবে ফুরাবে!
হানিয়া অশ্রুবান – হৃদয়ও কামনায়
ভালোবাসা নিরবধী, কাঁদে হায় যাতনায়!
অনঙ্গে রাখি গো তারে, বাঁধিয়া হৃদি মাঝে
তবু কেনো মহাকাল, লুকায় বিরহ সাঝে –
জানি একদিন, সময়ের সীমানায়
সেতান হৃদয়ে মম, বাজিবে বাজিবে!
রচনাকাল – 19/09/2021