পত্রিকা – যে জাতে মিশিলে পরে

কাঙাল আবদুর রহমান

যে জাতে মিশিলে পরে, পথিক হয় খাঁটি সোনা
গুরু ভজন কররে মন, করো সেই জাতের ধ্যান সাধনা।

অসাধ্যকে সাধন করা ভক্তের কাজ হয়
কলকাঠি নারেন গুরু জানিবে নিশ্চয়।
ভক্তিতে মুক্তি আসে থাকেনা দুখ যাতনা।

ভজন কর্মে থাকবি ধর্মে মুর্শিদ মুলে খোদা
ফানাফিল্লায় যেয়ে দেখবি নয়রে সৃষ্টি জুদা।
সবখানেতে স্রষ্টা প্রকাশ, সুদৃষ্টি দিয়ে দেখোনা।

পশুর দলে তাল মেলালে, মানুষ ভাবা ভুল
সকলের মুল মুর্শিদ সবার সুখ তটিনীর কুল।
বেনজীর চাঁন মৌলানা, অধম কাঙাল বুঝলোনা।

আপন খবর