লাবিব মাহফুজ
কেনো তাঁরে প্রভু বলে মিছে ডাকাডাকি!
আগে তাঁর হওগে দাসী!
কেনো মিছে শুভঙ্করের ফাঁকি!
আগে তারে বাঁধগে প্রাণে!
তবেই তাঁরে নাথ বলিয়ে
ডাকলে শ্রীরূপ আসবে রে তোর
ব্যাকূল নয়ন পানে!
কেনো আর লোক ভূলানো অর্চনা তোর!
আর কতো চালাকী!
হৃদয় যদি না হয় আকুল
কেনো আর সে নয়নের জল!
কেনো ভুল-বেভুলে, তাল বেতালে
হরি বলে দুহাত তুলে! জয়ধ্বনির ছল!
আপন খাতায় আপনি যে আজ
তাই পড়েছিস বাকী!
আপনারে আপনি চেনা!
আপন তত্ত্বে আপনি ফানা!
আপনারে লয়ে সকল
আপন লীলার লেনাদেনা!
ছেড়ে সকল ভূতের কীর্ত্তন
আপনাতে হও আপনি মগন
তুমিই তোমার মূল মহাজন
খুলো দিব্য আঁখি!
রচনাকাল – 04/09/2021