লাবিব মাহফুজ
বিনা তারের খবর করে, গুরুরূপে নিরিখ ধর
রূপ সাগরে ডুব দিয়া মন, দায়েমী রে কায়েম কর।
আওয়ালে নূর মোহাম্মদী
জাহের মুর্শিদ নিরবধী,
তরিকতে আছেন হাদী
ভক্ত জনরে করতে পার।
আওয়াল আখের জাহের বাতেন
চার আকসামে একের আসন,
নূর তাজেল্লা পেশানীতে
মুর্শিদ রূপে সাবেত কর।
সকল রূপের এক রূপ মাঝে
দয়াল রূপে আছেন সে যে,
শ্রী চরণের গোলাম লাবিব
মরণের ও আগে মর।
রচনাকাল – 18/12/2018