লাবিব মাহফুজ
নিখিলের যত রূপ যত জ্যোতি ধারা
তোমারে দিয়াছে প্রভু কানায় কানায়।
আপন সৌন্দর্য্য তুমি ফেলিয়া মলিন
ঘুরিতেছো মিছামিছি পথে পথে হায়।
ভ্রান্তি ত্যাজিয়া পথিক ফিরে চাও আজ
দৃষ্টি মেলিয়া শুধূ আপনার পানে,
দেখিবে ধরার যত পবিত্র সুন্দর
বিরাজিছে তোমার আপন কাননে।
জাহানের সার যাহা নূর আলা নূর
তোমার মাঝেই তারি দীপ্ত প্রকাশ,
আপনাতে ফিরে চাও, ত্যাজিয়া সকল
পরান ভরিয়া নাও তাহার সুবাস।
হে পথিক! পথ তব তোমাতেই রয়
সকল তীর্থ বিরাজে তোমারই মাঝে,
তুমিই তো সেই, যারে খুঁজিছ তুমি
তোমাতেই রহে প্রভু হৃদি জায়নামাজে।
রচনাকাল – 20/05/2019