সংগীত – ঐ না নাসুত সাগর পাড়েরে

লাবিব মাহফুজ

ঐ না নাসুত সাগর পাড়েরে
প্রেমের তরী ভেসে যায়,
ঈমান ধনের কুঞ্জি লইয়া
তোরা কে যাবিরে আয়।

সেইনা তরী ভাসে অকূল গাঙে
সেই তরীতে ঠাঁই চাহে যে –
তার ধরার দুকূল ভাঙ্গে।
জগতে সকল হারা হইলে পরে
মুর্শিদ টাইনা লয়।

সুধারায় বইছে স্বরূপ তরী
স্বরূপ রূপে রূপ মিশাইয়া –
লও সে তরীর হাজিরী।
মুর্শিদ হিমেল শাহ মোর তরীর মাঝি
আমার কিসের ভয়।

রচনাকাল 12/03/2023

আপন খবর