লাবিব মাহফুজ
আল্লাহর নূরে নূর তাজাল্লী
মুহাম্মাদী নিশানা –
নবী নূরে জগত গঠন করলেন রব্বানা।
খোদার নূরে হইলো নবী, নবী নূরে সৃজন সবি
জালাল জামাল দুই ধারাতে – সৃষ্টি সকল জনা –
পুরুষ নারী এরেই বলে – সৃজন মূলে সে একজনা।
মুহাম্মদী খোদারি নূর, এসবাতে হয় পুরুষ জহুর
মোহাম্মদী নূরে নারী, জগত ব্যাপী প্রকাশনা,
জামালিয়াত নারী শক্তি- নফিতে তার উপাসনা।
মুহাম্মাদী সত্তা যেজন, পুরুষ শক্তি করে ধারন
অঙ্গ হতে নূর ঝড়িয়ে, নারী করলো গঠনা।
লাবিব বলে সৃজন মূলে, নারী পুরুষ সে একজনা!
রচনাকাল – 08/18/2020