লাবিব মাহফুজ
শুধাই কারে নিগুঢ় কথা, নিগুম খবর কোনখানে, কোনখানে
ঘর আমার যায় যে ভেঙ্গে, গতাগতি না চিনে।
উজান ভাটি চিনতাম যদি, ধরতাম তারে নিরবধী
কূল ভেঙ্গে হয় স্রোত বিবাদী, হারা হই পিতৃধনে।
ত্রিধারাতে হয় ত্রিবেনী, মাঝ ধারে রয় গুণমনি
হা হে হু দিনরজনী, খেলছে খেলা তিনসনে।
মাঝ কটোরায় জ্বলছে বাতি, রঙ মহলে হয় আরতী
লাবিব কয় সে সুরস রতি, পাবি গুরুর চরণে।
রচনাকাল – 20/03/2024