সুফি ভাবনার কাগজ “আপন খবর” এ প্রচারিত তরিকতের বাণী সমূহ একত্রিত করে আপন খবর ওয়েবসাইটে প্রকাশ করা হলো।
১. মুরিদের পক্ষে পীরের উপস্থিতি ও অনুপস্থিতি উভয় অবস্থাতেই একই প্রকার খেদমত হওয়া উচিত।
২. আল্লাহ প্রেমিকেরা আল্লাহ প্রেমে মত্ত থেকে নিজেকে ভুলে প্রভুর অপরিসীম রূপের ধ্যানে মগ্ন হয়ে যাও। – শেখ সাদী (র)
৩. মানুষ যখন আমিত্বের খোলস ত্যাগ করে, তখন নিগুঢ় ভাবে চিন্তা করলে দেখা যায়, প্রেমিক প্রেমাস্পদ সবই এক। – খাজা মঈনুদ্দিন চিশতী (র)
৪. হিংসুকদের ভৎস্যনায় চিন্তিত হয়ো না, কষ্ট ও যন্ত্রনা দিয়েই আশেকের হৃদয় প্রতিপালিত হয়। – খাজা মঈনুদ্দিন চিশতী (র)
৫. অনেক লোক ভূমির ওপর বিচরণ করে, কিন্তু তারা মৃত। আর অনেক লোক ভূমিগর্ভে শায়িত, কিন্তু তারা জীবিত। – হযরত আবুল হোসেন খেরকানী (র)
৬. মহাবিশ্বের সবকিছুর মাধ্যমেই খোদাকে চিনতে পারবে। কারণ, খোদা সমজিদ মন্দির গীর্জাতে সীমাবদ্ধ নন। তবু যদি জানতে চাও, খোদা মূলত কোথায় বাস করে? তবে তাঁকে খোঁজার জন্য একটি জায়গাই আছে। তা হলো, প্রকৃত প্রেমিকের অন্তর। – শামস তাবরীজ (র)
৭. প্রকৃত প্রস্তাবে মানব দেহই আসল কিতাব এবং প্রকৃত কাবা। তোমার আপন দেহেই আল্লাহকে অনুসন্ধান করো। – মাওলানা জালালউদ্দিন রুমী (র)
৮. এলেম গভীর সাগর সদৃশ। মারেফত উহার তরঙ্গ। – খাজা মঈনুুদ্দিন চিশতী (র)
৯. ধ্যান হলো হৃদয়ের বাতি। এটি নিভে গেলে হৃদয়ে আর আলো থাকে না। – ইবনে আতাউল্লাহ (র)
১০. মুমিন হচ্ছে সেই, যে কিনা দুনিয়াবী কাজের মাঝেও আল্লাহ হতে গাফেল হয় না। – হযরত সিররী সাকতি (র)
১১. শরীরকে শুদ্ধ করো পানি দিয়ে, নফসকে শুদ্ধ করো অশ্রু দিয়ে, বুদ্ধিকে শুদ্ধ করো জ্ঞান দিয়ে এবং আত্মাকে শুদ্ধ করো প্রেম দিয়ে। – মাওলা আলী (আ)
১২. তোমার অন্তরকে সংশোধিত ও পরিশুদ্ধ করো। অবশ্যই প্রতি নিঃশ্বাসে তোমার সাথে আল্লাহর সাক্ষাত ঘটবে। – বড়পীর আব্দুল কাদির জিলানী (র)
১৩. নফসকে নিয়ন্ত্রন করা একটি পাগলা ঘোড়া নিয়ন্ত্রন করার চাইতেও কঠিন। – হযরত হাসান বসরী (রা)
১৪. যে দুনিয়াকে সম্পূর্নরূপে ত্যাগ করিয়াছে, সেই প্রকৃত আরেফ। আরেফ লোকটি পৃথিবী আলোকিতকারী সূর্যের ন্যায়। তার আ্যধাত্মিক আলোতে বিশ্ব আলোকিত হয়। – খাজা মঈনুদ্দিন চিশতী (র)
১৫. ধ্যান ও ইবাদত বন্দেগীর তরবারী দিয়ে যিনি যাবতীয় কামনা বাসনা কেটে ফেলেছেন, তিনিই খাঁটি আরেফ। – হযরত বায়েজিদ বোস্তামী (র)